আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র বৈধ করার দাবিতে সংবাদ সম্মেলন করেন উপজেলা কৃষকলীগ।
মাটি মামুন রংপুর।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৫ মিঠাপুকুর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও সদ্য পদত্যারত উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকারের মনোনয়ন পত্র বৈধ করার দাবিতে ৫ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার বিকেলে রংপুর নগরীর মেডিকেল ধাপ এলাকায় একটি স্থানীয় হোটেল
সংবাদ সম্মেলন করেন মিঠাপুকুর উপজেলা কৃষকলীগ।
লিখিত বক্তব্যে রশিদুল মেম্বার (সাবেক) সদস্য কৃষকলীগ মিঠাপুকুর থানা কমিটি বলেন
আধপনারা ইতিমধ্যে অবগত আছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর (৫) মিঠাপুকুর আসনে রিটার্নিং
অফিসার জেলা প্রশাসক, রংপুর আমাদের জনপ্রিয় জননেতা গরীবের বন্ধু মোঃ জাকির হোসেন সরকার
সতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র বাছাই কালে হলফনামায় মামলার তথ্য গোপন করায় প্রার্থীতা বাতিল
করিয়া দেন।
উল্লেখ্য যে জাকির হোসেন জি: আর: ৫৪৯/২০০১ নং মোকদ্দমার তথ্য হলফনামায় উল্লেখ না করায় অন্যান্য
প্রার্থীর আপত্তির মুখে শুনানী কালে রিটার্নিং অফিসার এই বিষয় জানতে চাইলে জনাব জাকির হোসেন
সরকার তা অস্বীকার করেন।
ফলে রিটার্নিং অফিসার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অনুসন্ধানের জন্য প্রেরণ করেন।
অনুসন্ধান রিপোর্টে দেখা যায় জাকির হোসেন সরকার সহ রাশেক রহমান ও আশিকুর রহমান সহ মিঠাপুকুর থানার অন্যান্য আওয়ামীলীগের নেতাগণ আসামী ছিলেন।
পরবর্তীতে অনুসন্ধান প্রতিবেদন প্রাপ্তির পর জেলা রিটার্নিং অফিসার অসত্য বচন, উপস্থাপিত সত্য
তথ্যকে চ্যালেঞ্জ করায় জনপ্রিয় নেতা জাকির হোসেন প্রার্থীতা বাতিল করিয়া দেন।
মিঠাপুকুর থানার এলাকাবাসীর পক্ষে অদ্য এই সংবাদ সম্মেলন।
অবিলম্বে তার প্রার্থীতা ফেরত দেওয়া হউক।
সংশ্লিষ্ট সকলের দৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে জনাব জাকির হোসনে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।