ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত !
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তের বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহতের খবর পাওয়া গেছে। ৪ ডিসেম্বর সোমবার ভোর রাতে হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বিওপি সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলর মকলেছ (২৮)। অপর ১জন হলেন- একই এলাকার বাসেদ আলীর ছেলে জহিরুল ইসলাম(২৫)। ২ জন নিহতের খবরের মধ্যে প্রথম জনের তথ্য নিশ্চিৎ করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ এবং অপরজনের মৃত্যুর খবর নিশ্চিৎ করেছেন হরিপুর কাঠালডাঙ্গী বিওপি কোম্পানি কমান্ডার এন্তাজুল হক।
এ দিন রাত সাড়ে ৯ টার দিকে এ সব তথ্য নিশ্চিৎ করেন বিজিবি ও পুলিশ। ওসি ফিরোজ ওয়াহিদ জানান, ৪ ডিসেম্বর সোমবার ভোর রাতে ১জন ব্যক্তির গুলিবিদ্ধ লাশ নাগর নদীর উপশাখা শিরানী নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ছি। কাঠালডাঙ্গী বিওপি কোম্পানি কমান্ডার এন্তাজুল হক জহিরুল ইসলাম বলেন, ভারত সীমান্তের ভিতরে ১ বাংলাদেশিকে গুলি করে বিএএসএফ। পরে তাকে সে খানকার একটি হাসপাতালে নেয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। তার লাশ এখনো বিএসএফের কাছে আছে। তবে সঠিক কি কারনে বিএসএফ গুলি চালিয়েছে তা এখনো নিশ্চিৎ করতে পারেনি বিজিবি ও পুলিশ।