শিবগঞ্জে-ককটেল তৈরীর সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ কারিগর তরিকুল গ্রেফতার
মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার থেকে ককটেল বানানোর কারিগর তরিকুলকে গ্রেফতার করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
আজ সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ককটেল তৈরীর গোপন আস্তানা থেকে মঙ্গলবার রাতে ককটেল তৈরীর বিভিন্ন সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ ককটেল বানানোর কারিগর তরিকুল কে গ্রেফতার করা হয়।
মনাকষা ঈদগাহ মোড়ে অভিযান চালিয়ে ককটেল তৈরীর কারিগর তরিকুল ইসলাম কে তাঁজা ককটেল-৫টি, লোহার হাশুয়া-১১টি, কুড়াল সৃদশ স্টিলের পাইপ-২টি, চাকু-৫টি, মোবাইল ফোন-১টি, ককটেল তৈরীতে ব্যবহৃত জর্দ্দার খালি কৌটা-১৭টি, ব্লেডের ভাংগা অংশ-২৫০ গ্রাম, বিস্ফোরক সদৃশ বস্তু মিশ্রিত কাচের টুকরা-৪০ গ্রাম, লাল ও স্বচ্ছ টেপ-২টি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তরিকুল ইসলাম (২৮), শিবগঞ্জ উপজেলার রাজনগর হাঙ্গামীর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।