আদুরে বোন হানিফ রাজা
আদুরে বোন শোনরে শোন হাসি রে তোর মিষ্টি, তোর হাসিতে ভুবন জয় কাড়ে সবার দৃষ্টি।
সারাটা দিন দুষ্টমিতে বাড়ি মাতিয়ে রাখিস, তোর চোখের আড়াল হলে মোর শোকেতে কাঁদিস।