কাপাসিয়া ভূমি কর্মকর্তা মোঃবাছেদ মিয়ার নামে দুর্নীতির অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম
গাজীপুর কাপাসিয়া চাঁদপুর ইউনিয়ান নলগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা আঃ বাতেন মোল্লা চাঁদপুর ইউনিয়নের সাবেক ভূমি কর্মকর্তা মোঃ বাছেদ মিয়া বর্তমানে সনমানিয়া ইউনিয়ানে ভূমি অফিসে কর্মরত রয়েছেন । ভূমি কর্মকর্তা মোঃ বাছেদ মিয়া চাঁদপুর ভূমি অফিসে কর্মরত থাকাকালে বীর মুক্তিযোদ্ধা বাতেন মোল্লা ভূমি উন্নয়ন কর প্রদান করতে চাইলে বলেন যে ৭২০০/-(সাত হাজার দুইশত) টাকা ভূমি কর হয়েছে। বীর মুক্তিযোদ্ধা বাতেন মোল্লা সাত হাজার দুইশত টাকা ভূমি কর্মকর্তা মোঃ বাছেদ মিয়ার নিকট প্রদান করেন। ভূমি কর্মকর্তা মোঃবাছেদ মিয়া বীর মুক্তিযোদ্ধা বাতেন মোল্লাকে ২৯৪৩/-টাকার রশিদ প্রদান করেন। বাকি টাকা ফেরত চাইলে ভূমি কর্মকর্তা মোঃ বাছেদ মিয়া দমক দিয়ে অফিস থেকে বাহির করেদেন।এ ব্যাপারে গত ২৭-৬-২০২৩ ইং তারিখ জেলা প্রশাসক গাজীপুর বরাবর আবেদন করেন বীর মুক্তিযোদ্ধা বাতেন মোল্লা উক্ত ঘটনা সম্পর্কে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি শেখ, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সহ ঐ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ ঘটনার সততা নিশ্চিত করেন এবং তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি করেন। এই ব্যাপারে মুঠো ফোনের মাধ্যমে ভূমি কর্মকর্তা বাছেদ মিয়াকে আবেদন সম্পর্কে অবগত আছেন কিনা জানতে চাইলে বলেন যে এই আবেদন সম্পর্কে অবগত আছেন।