বিজয়
মিজানুর রহমান
বিজয় সুখে ভাসছি সবে
বিজয় স্লোগান তুলে,
বিজয় বাঁশির মধুর সুরটা
যাইনি কভু ভুলে।
ভেসে উঠে আঁখি-দ্বয়ে
নয়টি মাসের চিত্র,
রক্ত দিয়ে কেনা এদেশ
চেনা শত্রু-মিত্র।
বিজয় রঙে রঙিন হলো
প্রাণের মাতৃভূমি,
দিলো যারা বিজয় এনে
তাদের চরণ চুমি।
বিজয় সুখে হাসে বধূ
বিজয় শিশুর মুখে,
বিজয় গল্পে সর্বজনের
অশ্রু ঝরে চোখে।