শান্তির জন্য কবিতা
--- মোহাম্মদ শামীম মিয়া
জ্ঞানীগুণীর ভাব প্রকাশে
আছে নানান যুক্তি,
কবিতাতেই দিতে পারে
শেকল ভেঙে মুক্তি।
পৃথিবীটা হতে পারে
স্বর্গপুরী গণ্য,
সুখের নহর বইতে পারে
কবিতারই জন্য।
হিংসা-দ্বেষ ও হানাহানি
হতে পারে বন্ধ,
কবিতা যে দূর করে দেয়
মন্দ এবং দ্বন্ধ।
কবিতাই তো দিতে পারে
শান্তি এবং সাম্য,
সম্প্রীতি ও মেলবন্ধন
এটাই সবার কাম্য।
প্রাচীর সীমা যায় পেরিয়ে
চেনায় দূরের দেশ,
ভিন্ন ভিন্ন সংস্কৃতির
মিলন ঘটায় বেশ।
অন্যায় আর অবিচারও
করতে পারে রুদ্ধ,
এই কবিতাই জীবন করে
পরিপূর্ণ শুদ্ধ।
মিষ্টিফুলের দেয় বিলিয়ে
মনকাড়া এক ঘ্রাণ,
কবিতাই যে করতে পারে
সকল পরিত্রাণ।
কবিতা যে প্রেরণাটা
জোগায় কালে কালে,
ইতিহাসে অমর করে
আলোর বাতি জ্বালে।
কবিতারই মিষ্টি ছোঁয়ায়
আছে মধুর মায়া,
মিলেমিশে প্রকৃতিতে
দেয় যে কোমল ছায়া।
সৎ প্রকাশে সাহস আনার
সেরা হাতিয়ার,
জয় হোক তাই সকল কবির
প্রিয় কবিতার।