সেই মুখ
মোঃ সেলিম হোসেন
বাংলার ভূমি, আকাশ-বাতাস
বন-বনানী, পাহাড়-টিলায়
সাগর-নদীতে একটি মুখ
ঝলঝল করে ভাসছে,
আর সবকিছু দেখে দেখে
মিটিমিটি হাসছে।
লাল সবুজের পতাকা ছুঁয়ে
অপলক দৃষ্টি সে ফেলছে,
শূন্যে ভেসে ভেসে
বাতাসের সাথে সদা খেলছে।
অপলক দুটি চোখ
হাসি মাখা সেই মুখ
কোটি কোটি বাঙালি
দিবানিশি দেখছে,
হৃদয়ের খাতা ভরে
তাঁর কথা লেখছে।
আহা কী যে মহীয়ান!
বিধাতার সেরা দান
তাঁর শত গুণগান
মমতার কালি দিয়ে লেখছে,
সব কিছু সেই মুখ
নিজ চোখে দেখছে।
চিরজীবী সেই মুখ
কোনকালে কোনদিন
হবে নাকো কারো পর
চিরন্তনী আলো দিয়ে
ভরে দিবে এই ঘর,
সূর্যসম সেই মুখ
আমাদের শেখ মজিবর।