ভোলায় ৪ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদলি
কামরুজ্জামান শাহীন,ভোলা:
ভোলা জেলার ১০ থানার মধ্যে ৪ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করা হয়েছে। এই ৪ জনকেই জেলার মধ্যেই বদলি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
কাকে কোথায় বদলি করা হয়েছে-ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকিরকে বোরহানউদ্দিন থানায়, বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির হোসেন মিয়াকে ভোলা সদর মডেল থানায়, তজুমদ্দিন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদকে দুলারহাট থানায় এবং দুলারহাট থানার ওসি মো. আনোয়ারুল হককে তজুমদ্দিন থানায় বদলি করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসির নির্দেশে অনুযায়ী সারাদেশের ওসিদের বদলির অংশ হিসেবে তাদের বদলি করা হয়।