পাবনার প্রবীণ সাংবাদিক মাহতাব উদ্দীনের ইন্তেকালে বিভিন্ন মহলের শোক
বিশেষ প্রতিনিধি :
পাবনা থেকে প্রকাশিত দৈনিক জীবন কথা পত্রিকার নির্বাহী সম্পাদক মাহতাব উদ্দিন গত ৭ ডিসেম্বর দিবাগত সোয়া ১১ টার সময় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর খাজা ইউনুচ আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। প্রবীণ সাংবাদিক মাহাতাব উদ্দিন পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের সুখচর গ্রামের মাওলানা মমতাজ উদ্দিনের বড় ছেলে। মৃত্যু কালে তিনি ৩ মেয়ে জামাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক মাহতাব উদ্দিন এর মৃত্যুতে দৈনিক জীবনে কথার প্রকাশক আব্দুর রহীম ও সম্পাদক এ এস এম আব্দুল্লাহ এক শোক বার্তা দিয়েছেন। শোকবার্তাতে তারা বলেন, সাংবাদিক মাহাতাব উদ্দিন ছিলেন একজন সৎ, কর্মঠ সমাজের জন্য একজন নিবেদিত সংবাদকর্মী। তাঁর মতো সৎ ও যোগ্য সাংবাদিক সমাজে আজ বড় প্রয়োজন। মাহাতাব উদ্দিনের মৃত্যুতে সংবাদপত্র জগতের অপুরনীয় ক্ষতি সাধিত হলো । তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি সুজানগর
উপজেলার সুজানগর পাইলট স্কুল থেকে ১৯৬৮ সালে এসএসসি পাস করেন। পাবনা শহরের সরকারি এডওয়ার্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ছোটবেলা থেকে তিনি রাজনৈতিক সচেতন পরিবারের সদস্য হিসেবে পরবর্তীতে তৎকালীন ইসলামী ছাত্র সংঘের যোগদান করে জেলা সভাপতি নির্বাচিত হন। ব্যক্তি জীবনে তিনি সৎ ও কর্মঠ ছিলেন। হাস্যজ্জল সাদাসিধে ভদ্র মানুষ হিসাবে তাঁর সুনাম রয়েছে। কর্মজীবনে তিনি যথাযথ দায়িত্ব পালন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। পাবনা সদরের খয়ের সুতি হাই স্কুল, জাগির হোসেন একাডেমিতে শিক্ষকতা করেন। তিনি জনতা ব্যাংক সিবিএ নেতা ছিলেন ও পরে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে কর্মজীবনের শেষ করেন। তিনি দীর্ঘ ১৮ বছর সাংবাদিকতা পেশাশ ছিলেন। সাংবাদিকতার শুরু থেকেই তিনি দৈনিক জীবন কথা নির্বাহী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। সাংবাদিক মাহাতাব উদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পাবনার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। তাকে একনজর দেখার জন্য সাংবাদিক, সাহিত্যিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ মনসুরাবাদ উপশহরের বাসায় সকাল থেকেই ভীড় জমায়।
পাবনা প্রেসক্লাবের শোক বার্তা
সাংবাদিক মাহাতাব উদ্দিনের মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান ও সেক্রেটারি সৈকত আফরোজ সহ সকল সাংবাদিক শোকবার্তা দিয়েছেন। শোকবার্তায় তারা জানান সাংবাদিক মাহাতাব উদ্দিন একজন সৎ, কর্মঠ ও নির্ভীক সংবাদকর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তারা আরো বলেন, তাঁর মত একজন সৎ ও নিবেদিত সংবাদকর্মী আজ বড়ই প্রয়োজন। তাঁর মৃত্যুতে সাংবাদিক জগতের ক্ষতি হয়ে গেল। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
পাবনা জেলা জামায়াতের বিবৃতি
বিশিষ্ট সাংবাদিক দৈনিক জীবন কথার নির্বাহী সম্পাদক মাহাতাব উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক বিবৃতি দিয়েছেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হুসাইন। বিবৃতিতে তারা বলেন সাংবাদিক মাহাতাব উদ্দিন ছিলেন একজন ইসলামী আন্দোলনের অগ্রসেনানি। তিনি সারাজীবন ইসলামের খেদমত করে চলেছেন। তার মৃত্যুতে ইসলামী আন্দোলনের অপরনীয় ক্ষতি সাধিত হল। তারা মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ।
এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের রুহের মাগফেরাত কামনা করেছেন দারুল আমান ট্রাস্ট এর চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন সেক্রেটারি নেসার আহমেদ নান্নু, বীর মুক্তিযোদ্ধা পাবনা জজ কোর্টের সিনিয়র আইনজীবী কে এম হামিদুর রহমান, অ্যাডভোকেট কবীর আহমেদ,পাবনা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি কাজী মাহবুব মোর্শেদ বাবলা,
ইমাম গাজ্জালী ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম, সেক্রেটারী আলহাজ্ব আবিদ হাসান, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের পাবনা জেলা সভাপতি নাসির উদ্দিন নাসিম, বিশিষ্ট সাহিত্যিক কবি নুরুজ্জামান মুসাফির , মোটামুটি ব্রাইট নেশন ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান ও পাবনা জজ কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ এহিয়া, পাবনা সংস্কৃতি কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল গাফফার খান,পরিচালক অধ্যাপক আখতার হোসেন, পাবনা জেলা ওলামা মাশায়েখে সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুস শাকুর, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল হোসাইন ও উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, পাবনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রেজাউল করিম, পাবনা সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি নোমান মোশাররফ পরিচালক রফিকুল আলম ,পাবনা ইসলামিয়া এতিমখানার সুপারিনটেনডেন্ট মাওলানা আশরাফ আলী, সহকারী সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুর রউফ,পাবনা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল, পাবনা পৌর জামায়াতের আমির অধ্যাপক রাকিব উদ্দিন সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন
ব্রাইটনেশন পাইলট স্কুলের অধ্যক্ষ একরাম হোসেন, আকবর হোসেন স্মৃতি পাঠাগারের সভাপতি রফিকুল আলম রঞ্জু সেক্রেটারি মাহিন আহমেদ আজাদ ও আনসার ভিডিপি উন্নয়ন বাংকের সাবেক পরিচালক এম এ খালেক খান পিভিএম প্রমুখ।
দৈনিক জীবন কথা নির্বাহী সম্পাদকের মৃত্যুতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের শোক
পাবনা থেকে প্রকাশিত দৈনিক জীবন কথা পত্রিকার নির্বাহী সম্পাদক মাহাতাব উদ্দিন বৃহস্পতিবার রাত ১১:২০মিনিটে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তার মৃত্যতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখা গভীর ভাবে শোকাহত। সংগঠনের জেলা শাখার সভাপতি আল