জয়পুরহাট জেলায় টিএমএসএস কর্তৃক কৃষি উপকরন বিতরণ
এম এ খালেক খান :
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পযায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের আওতাধীন পরিচালিত জয়পুরহাট জেলায় টিএমএসএস কর্তৃক আয়োজিত ও সিটি ব্যাংকের সহায়তায় কৃষকদের মাঝে কৃষি উপকরন বিতরন অনুষ্টিত হয়। কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানটি ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। বিশেষ কৃষি সিএসআর পরিচালিত কার্যক্রম প্রকল্পের প্রান্তিক কৃষকদের মাঝে সিটি ব্যাংকের সহায়তায় শনিবার এলাকার একশত জন প্রান্তিক কৃষকের মাঝে স্পেয়ার মেশিন ও পাঁচ জন কৃষক কে ইরিগ্রেশন মেশিন বিতরণ করা হয়। টিএমএসএসের জয়পুরহাট জেলা শহরের পারুলিয়া গনকবাড়ি এলাকায় টিএমএসএস এর আঞ্চলিক অফিস কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। টিএমএসএসের জয়পুরহাট জোন প্রধান মোঃ আল মামুন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণ করেন ও উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলার আহমাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,যমুনা টিভির জয়পুরহাট জেলা প্রতিনিধি আব্দুল আলীম ও কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হোসাইন দেওয়ান প্রমুখ। প্রধান অতিথি সারা দেশে টিএমএসএসের নানা সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন টিএমএসএস সারা দেশ ব্যাপী যেমন কার্যক্রম পরিচালনা করছে তেমনি অন্যদেরও এমন মানবিক কর্মকান্ডে এগিয়ে আসা দরকার।টিএমএসএস প্রতিষ্ঠানের পক্ষে টিএমএসএসের অপারেশান-১ বগুড়া ডোমেইনের, ডোমেইন প্রধান যুগ্ন পরিচালক রেজাউল করিম ও টিএমএসএসের জোনাল ম্যানেজার প্রশাসন মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন। টিএমএসএসের যুগ্ম পরিচালক মোঃ রেজাউল করিম বলেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নিবাহী পরিচালক ডক্টর হোসনে আরা বেগম এর নির্দেশনায় সারা দেশের অবহেলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে টিএমএসএস নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মানসিকতা নিয়েই বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরো বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটির মানবিক কর্মকান্ড দেশের বিপুল পরিমাণ অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে দ্রুত পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে এলাকার শতাধিক প্রবীণ কৃষক, গন্যমান্য ব্যক্তিবর্গ,নানা শ্রেণির মানুষ, জনপ্রতিনিধি, টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা, সুবিধাভোগী সদস্য, এনজিও কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন টিএমএসএসের কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান। বিতরণ অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।