দলাদলি
এ এস এম সাদেকুল ইসলাম।
কতক শত দল আছে ভাই
দলের কথা কী বলবো,
আদর্শেতে আদর যে নাই
কোনবা পথে-পথ চলবো?
সুন্নি বলে সুন্নাহ ধরো
ওহাবীরা বিপথগামী,
পীর মুরীদী'র ব্যবসা গরম
কোন তরীকায় যাবো আমি?
ফির্কাহ নিয়ে বিশ্ব ভরা
ঐক্য মতের আবাস নাই,
হাদীস নিয়েও ঠেলাঠেলি
পরের কুৎসা কিচ্ছা গাই।
নিজ এলেমে সবাই বড়ো
কেউ কারো চেয়ে ছোট নয়,
ধর্ম নিয়ে বাড়াবাড়ি -
পরস্পরে আড়াআড়ি
এই সমাজের অবক্ষয়।
রাজনীতিতে রাজ্য ধ্বংস
প্রজারা আজ ফোঁপরে কাঁদে,
নেতৃত্বের দৌরাত্ম্যে নেতা
অপরাধের পড়ছে ফাঁদে।
শাসক যদি শোষণ করে
দেশের হাল কী ভালো হয়?
গোড়া কেটে পাতায় পানি
সেই গাছ কী জিন্দা রয়!
সুশীল 'সুজন সুমনা যে
সঠিক কথা বলতে গেলে,
মিথ্যাবাদীর মিথ্যাচারে
যেতে হবে তাকেই জেলে।
দেশপ্রেম তাই ঈমান বলে
স্বদেশ প্রেমে ব্রত রও,
আল কুরআনী জীবন সাজাও
দুজাহানে সফল হও।