সবার উপরে মানুষ।
কবি এ এস এম সাদেকুল ইসলাম
মানুষের জীবনে বদলা ঘটে,
মানুষের জীবনেই বহু কর্ম রটে।
মানুষের জীবনে উত্থান রহে
মানুষের জীবনেই পতন হয়,
মানুষেতে রহে বাজিমাত আবার
রহে জয় -পরাজয়।
মানুষেই গড়ে সমাজ,
মানুষে করে কাজ,
মানুষেতে রয় মহানুভাব
মানুষেতেই থাকে লাজ।
মানুষ বুঝে সত্য সুন্দর
মানুষ ই ধরে মন্দপথ,
মানুষ করে যুদ্ধ বিগ্রহ '
মানুষ'ই পারে খুজে নিতে
সাম্যের পথ।
মানুষেতে স্বপ্ন আশা
মানুষ করে ভালোবাসা,
চির চেনার মতো চিনে নেয় ফের মানুষ দিয়ে মুখের ভাষা।
মানুষেতে রয় মন থাকিতেও
হিংসা ঘৃনার দানা,
আঁধারকে ফের আলোকিত করা মানুষের আবার জানা।
মানুষ থাকে মহিয়ান হয়ে
সেরা মাখলুকাত,
মানুষ ই আবার স্বার্থপরতায়'
মানুষ'কে করে আঘাত।
মানুষ মানুষতে প্রীতি বন্ধনে
এক সারিতে রয়,
মানুষ ই আবার হুশ হারিয়ে
মানুষ কে করে ভয়।
মানুষ হয় মানুষেতে রক্ত বাধনে অতি ও আপনজন,
মানুষ'ই আবার ভুলে বিভোরে
করে সে বিভাজন।
সৃষ্টি গত মানুষ হয়ে মানবিকগুণে বাঁচতে চাই,
সবার উপরে মানুষ সত্যি তাহারে উপরে নাইরে নাই।