দুটি কবিতা ।।জালাল উদ্দীন আহমদ।।
এইখানে ছুঁয়েছিলে - ঠিক এইখানে বুকের ভেতর যতনে করেছি গ্রহণ করেছি আদর।
কতদূর যাবে,শুনি? যতদুর যাবে- যতদুর যাবে,যাব তাকালেই পাবে।