মাহমুদুল হাসান শামীম, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ আজ অপরাহ্নে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় নব যোগদানকৃত জেলা প্রশাসক, ময়মনসিংহ দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এর শুভাগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নব যোগদানকৃত মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ (সাবেক), জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বেলা ২:৩০ মিনিটে স্থানীয় উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে নব যোগদানকৃত জেলা প্রশাসক, ময়মনসিংহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে ৭১ এর রক্তক্ষয়ী যুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণ মূলক করতে সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব সুনিশ্চিত করতে উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, ৭ই জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় ১০৪টি কেন্দ্রে শতভাগ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে জনপ্রতিনিধি, সুশীল সমাজ, প্রশাসনিক কর্মকর্তা শিক্ষক-সাংবাদিকসহ সমস্ত পেশাজীবি সংগঠনকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন '২৪ অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণ মূলক নিশ্চিত করণে মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তাসহ জনপ্রতিনিধিদের মূল্যবান মন্তব্য গ্রহণ করা হয়। উক্ত মতবিনিময় সভার সভাপতি নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ চলমান অবকাঠামো উন্নয়ন ও সার্বিক আইন শৃঙ্খলা বজায় রক্ষার্থে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।