জয়- বাংলা -৭১ লীগের কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণা সভাপতি হানিফ ও সাধারন সম্পাদক আসাদ
মোঃ খাইরুজ্জামান সজিব
সিনিয়র স্টাফ রিপোর্টার
জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন জয়- বাংলা-৭১ লীগের কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত-১২/১২/২০২৩ ইং রোজ মঙ্গলবার এতে সভাপতি হন শেখ নাজমুল হক হানিফ ও সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ ও কার্যকারী সভাপতি মোঃ মাহাবুর রহমান সহ- ৩৪ বিশিষ্ট কমিটি ঘোষনা হয়। এ কমিটি সারা দেশে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সারা দেশে পর্যায় ক্রমে জেলাও মহানগর কমিটি দেবেন বলে জয়- বাংলা-৭১ লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার – সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ খাইরুজ্জামান সজিব বিশেষ এক বিবৃতিতে জানান।