বগুড়ায় পিকেএসএফ কর্তৃক রেইজ প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা
এম এ খালেক খান : নিজস্ব প্রতিনিধি
বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ দেশের ৭০টি বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার মাধ্যমে রেইজ প্রকল্পের আওতায় দেশব্যাপী মাঠ পর্যায়ে ৯০ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষে কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ৯ থেকে ১১ ডিসেম্বর দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের বগুড়ার টিএমএসএসের টিটিআই প্রশিক্ষণ ভেন্যুতে গাক, এসকেএস ফাউন্ডেশন ও টিএমএসএসের প্রশিক্ষণ পুলের কর্মকর্তাদের নিয়ে " ব্যবসা ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন " এর উপর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় পিকেএসএফ এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ ফয়জুল তারিখ চৌধুরী, কেইস ম্যানেজমেন্ট অফিসার মোঃ জহিরুল ইসলাম ও মাস্টার ট্রেইনার এএসএম সারোয়ার আলম কর্তৃক বাস্তবায়ন করা হয়। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্দেশ্যে, গুরুত্ব, প্রয়োজনীয়তা ও নানা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবতন ও নারী জাগরণের পথিকৃৎ, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণের কিংবদন্তির নায়ক, বর্তমান যুগের অহংকার, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে টিএমএসএসের হেম সেক্টরের উপদেষ্টা লায়ন আয়শা বেগম ও টিএমএসএসের সিনিয়র সহকারী পরিচালক প্রকল্পের ফোকাল পারসন মোহাম্মদ আবদুল কুদ্দুস প্রমুখ। টিএমএসএস এর নির্বাহী পরিচালক তাঁর বক্তব্যে বলেন করোনা ও দুর্যোগের অভিঘাতে সমগ্র দেশের ব্যবসা-বাণিজ্য, উদ্যোগ, এনজিও-এমএফআই এর বিপর্যয়কর অবস্থায় দেশের যুব জনগোষ্ঠীকে উদ্যোমী করে কর্মে নিয়োজিত করতে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাওয়ার জন্য উদ্যোগ সৃষ্টির মূখ্য উদ্দেশ্যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ তাঁর সহযোগী সংস্থাদের মাধ্যমে রেইজ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। টেকসই ব্যবসার ক্ষেত্রে উদ্যোগগুলোতে উদ্যোক্তাদের প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি আশা করেন ও বিশ্বাস করেন এ প্রশিক্ষণের ফলে পিকেএসএফ এর সহযোগী সংস্থার কর্মকর্তাগণ হাতে কলমে যে প্রশিক্ষণ গ্রহণ করলেন মাঠ পর্যায়ে তার সঠিক ভাবে বাস্তবায়ন করা গেলে শহর উপশহর ও গ্রামীণ জনপদ পর্যায়ে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাগণ অধিকতর লাভবান হবেন। প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে দেশের ৭০ টি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধি, প্রশিক্ষকগন, আমন্ত্রিত অতিথি, অংশ গ্রহণকারী কর্মকর্তা, নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।