রাজশাহীতে টিএমএসএস কর্তৃক ধান ও ভূট্টা বীজ বিতরণ
এম এ খালেক খান : নিজস্ব প্রতিনিধি
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত বিশিষ্ট শিক্ষাবিদ, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব,বর্তমান যুগের অহংকার, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের অপারেশন-৩ রাজশাহী ডোমেইনের আওতাধীন পরিচালিত রাজশাহী জোন নিয়ন্ত্রিত রাজশাহী অঞ্চলের কয়েকটি শাখার কর্ম এলাকার প্রান্তিক কৃষকদের মাঝে ব্রী-২৯ ধান ও ভূট্টা বীজ বিতরণ করা হয়েছে। টিএমএসএসের রাজশাহী অঞ্চল কর্তৃক আয়োজিত ১৩ ডিসেম্বর নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এলাকার প্রান্তিক কৃষকদের মাঝে ৫০০ জনের প্রত্যেককে ২০ কেজি করে ব্রী-২৯ ধান ও ৫ কেজি করে ভুট্টা বীজ বিতরণ করা হয়। নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুদ্দিনের সভাপতিত্বে ও সিটি ব্যাংকের আর্থিক সহায়তায় ধান ও ভূট্টা বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সুবিধাভোগী কৃষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও বীজ বিতরণ করেন নওহাটা পৌর সভার মেয়র মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওহাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মোশাররফ হোসেন ও পবা থানার এস আই মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রধান অতিথি বলেন টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড সারা দেশ ব্যাপী পরিচালিত হচ্ছে। তিনি আরো বলেন টিএমএসএসের মানবিক কার্যক্রমগুলো সত্যিকার অর্থে প্রশংসনীয়। প্রধান অতিথি বলেন, টিএমএসএসের সামাজিক কার্যক্রমের মধ্যে আজকের এমন কাজ এ অঞ্চলের কৃষকদের মধ্যে ব্যাপক সারা জাগিয়েছে। তিনি এ এলাকায় টিএমএসএসের এমন সামাজিক কার্যক্রমের জন্য টিএমএসএস কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বিশেষ অতিথি কৃষি কর্মকর্তা উপকারভোগী প্রান্তিক কৃষকদের যথাসময়ে ধান ও ভূট্টা বীজ রোপনের পাশাপাশি সঠিক নিয়মে কীটনাশক ও পানি সেচ পদ্ধতি ব্যবহারের বিষয়ে পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে টিএমএসএসের অপারেশন-৩ ডোমেইনের,ডোমেইন প্রধান উপস্থিত সকলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। তিনি বলেন টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মনোভাব নিয়েই বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি আরো বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি উপস্থিত সকলকে এ প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। তিনি বলেন টিএমএসএসের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ডগুলো দেশের অনেক মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি টিএমএসএসের সকল কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। অনুষ্ঠানে টিএমএসএসের রাজশাহী জোন প্রধান মোঃ নাজিবুল হক স্বাগত বক্তব্য দেন। তিনি অনুষ্ঠানের আয়োজনকারী, উপস্থিত অতিথিবৃন্দ ও উপকার ভোগী কৃষকদের ধন্যবাদ জানান। এ অনুষ্ঠানে টিএমএসএসের নওহাটা এক, দুই শাখা, পবা ইসলামী শাখা, দারুশা শাখা ও দামকুড়াহাট শাখার ম্যানেজার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুবিধা ভোগী সদস্য, এলাকাবাসী, গন্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও কর্মী, জনপ্রতিনিধি, সমাজ কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার শত শত প্রবীণ কৃষক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজশাহী অঞ্চলের, অঞ্চল প্রধান মোঃ মোসলেম উদ্দিন। অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে সমাপ্ত হয়।