খুলনায় টিএমএসএসের এলপিজি কোম্পানির পরীক্ষা মূলক উৎপাদন শুরু
এম এ খালেক খান :
বগুড়া জেলার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজ সেবক, দেশে শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণের কিংবদন্তির নায়ক, বর্তমান যুগের অহংকার, বিশিষ্ট শিক্ষাবিদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের আওতাধীন পরিচালিত সেবা মূলক সেক্টরে পরিবেশ বান্ধব টিএমএসএসের এলপিজি বোটলিং প্লান্টের সিলিন্ডারে গ্যাস ফিলিং উৎপাদন কার্যক্রম পরীক্ষা মূলক ভাবে শুরু করা হয়েছে। সম্প্রতি টিএমএসএস লাভের আশায় নহে, তৃনমূল পর্যায় থেকে গড়ে উঠা জাতীয় ভিত্তিক সংস্থা সেবার মনোভাব নিয়ে, যার মূল লক্ষ্য নারীর ক্ষমতায়ন। দেশের নিম্নবৃত্ত ও স্বল্প আয়ের উপার্জিত পরিবার গুলির মহিলাদের কুকিং হ্যাজার্ড, লাকরি জনিত জ্বালানির ট্রাবল হেতু শ্বাসকষ্ট, হাঁপানি ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য জটিলতায় পতিত হতে হয়। এ সকল স্বাস্থ্যের ক্ষতিকর দিক থেকে রক্ষা করতে টিএমএসএস পক্ষ থেকে স্বাস্থ্যসম্মত চুলা, জ্বালানি, আদর্শ রান্নাঘর নির্মাণ ও এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহ,গ্যাস চুলা,গ্যাসের সিলিন্ডার ফিলিংয়ের নিমিত্তে খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোংলা বন্দরের পশুর নদীর তীরে টিএমএসএসের প্রায় দেড়শত বিঘা জমির উপরে নিজস্ব জেটিযুক্ত টিএমএসএস এলপিজি বোটলিং প্লান্ট স্থাপন করে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে। এই কার্যক্রমের ফলে বাংলাদেশ সরকার ও খুলনা অঞ্চলের এলপিজি কোম্পানি, ব্যাংক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অপরিসীম সহযোগিতা করে আসছেন। আগামীতে এ অঞ্চলে টিএমএসএসের আরো নানা প্রকল্প স্থাপন, একাধিক শিল্প-কারখানা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ এলাকায় কলকারখানা স্থাপন ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা গেলে এখানকার শ্রমজীবি মানুষ অনেক উপকৃত হবেন।