মধ্যবিত্ত
লেখকঃ মোহাম্মদ জয় আহমেদ
সম্পাদনাঃ কবি সাদেকুল ইসলাম
মধ্যবিত্ত জীবনের দীর্ঘ নিঃস্বাসের জবাব, আমি বেশ ভালো আছি।
এইতো চলছে,
বাস্তবতার আঘাতে ক্ষত নিয়েই
আশা ও ভরসার বোঝা বহন
করা। দায়িত্ববোধ ও সহনশীল মানসিকতা নিয়ে স্বপ্নের বাগান
পরিচর্চা করে প্রায়ঃশই
নির্বাসিত থাকার নামই মধ্যবিত্ত।
শত সহস্র আশার মাঝে
বৈচিত্রময় বাস্তবতার দৃশ্যমান হয়ে
জীবনে চলার পথে পথে রন্ধ্রে রন্ধ্রে
কিছু শিখে নেওয়া, অভিজ্ঞতা অর্জন করা, এবং অভিযোগকে জীবনের অর্জনে দৃঢ় সঙ্গি করে হাসিমুখে হেঁটে চলা।
মধ্যবিত্ত মানেই নিজেকে মেনে নেওয়া
নিজেকে মানিয়ে নেওয়া, স্বপ্রবৃত্তিকে
সামাল করে রাখা। আর যেমন আছি, যেরূপ আছি আত্মসম্মানের শীর্ষে নিজেকে ধরে রাখা, জড়িয়ে রাখা।
এই তো হলো মধ্যবিত্ত!!
স্বপ্নকে আকাশচুম্বী না করা, আবার নিস্তব্ধতায় নিস্তেজ হয়ে নিঃশেষের দিকে দৃষ্টি না দেওয়া। কাউকে পিছনে ফেলে নয়, বরং নিজেকে এগিয়ে নিয়ে স্বাভাবিক স্বাবলম্বী হওয়ার নামই মধ্যবিত্ত।