ভাড়াটিয়ার উপর মালিকের অমানবিক নির্যাতনের অভিযোগে বাংলাদেশ প্রেসক্লাব ঘটনাস্থল পরিদর্শনে গেলে সাংবাদিকদের উপর হামলা
চট্টগ্রাম ব্যুরো প্রধান:
চট্টগ্রামের বাঁশখালীর পৌরসদরে অবস্থিত তাহের সিকদার ভবনে মুহাম্মদ মিফতাহুল ইসলাম ভাড়ায় রুম নিয়ে ক্লাসিক কোচিং সেন্টার নামে এক কোচিং সেন্টার খুলে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে আসছেন দীর্ঘদিন ধরে। উক্ত কোচিং সেন্টারের রুম গুলো বাঁশখালী সরকারি আলাওল কলেজের শিক্ষক দেলোয়ার হোসাইন বেশি ভাড়া দিয়ে নেওয়ার প্রস্তাব দিলে মালিকের ছেলে আব্দুর রহিম রুম গুলো খালি করতে মরিয়া হয় এবং ডিসেম্বর মাসের শেষে মিফতাহুল ইসলামকে রুম ছেড়ে দেওয়ার কথা থাকলেও ডিসেম্বর মাসের শুরুতে ক্লাসিক কোচিং সেন্টারের মালামাল নিয়ে জোরপূর্বক বের করে দেন। নির্দিষ্ট সময়ের আগে বের হতে অনিচ্ছা পোষণ করিলে আব্দুর রহিম মিফতাহুলকে প্রাণ নাশের হুমকিসহ অকথ্য ভাষায় গালমন্দ করে হেনস্তা করে। মিফতাহুল পুরো ঘটনা বাংলাদেশ প্রেসক্লাবকে অবহিত করলে সাথে সাথে সরেজমিনে বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতিসহ বিশেষ টিম ঘটনাস্থলে যায়। ঘটনাটি বাংলাদেশ প্রেসক্লাবকে জানানোর দায়ে মিফতাহুলকে মালিকের ছেলে আব্দুর রহিম তার কিশোর গ্যাং রটসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ আব্দুর রহমান সোহেল সমাধান করতে চেষ্টা করলে প্রেসক্লাব সভাপতিসহ পুরো টিমকে অকথ্য ভাষায় গালমন্দ করে, ধাক্কা দিয়ে হেনস্তা করেছে। এসময় বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতির চশমা ভেঙে যায় এবং জুতা ছিঁড়ে যায়। সাধারণ সম্পাদক আকতার হোসেনের মোবাইল ভেঙে ফেলে। ঘটনা সংঘটিত হয়েছিল গত ১২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময় এ ঘটনা ঘটেছে।