মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি চট্টগ্রাম উত্তর জেলা রিপোর্টাস ক্লাব
তুষার দাশ :
পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর এদেশীয় রাজাকার-আলবদরদের বিরুদ্ধে নয় মাসের রক্তক্ষয়ী জনযুদ্ধের পর বাংলার আকাশে লাল-সবুজ পতাকা উড়ানোর দিনটিকে উৎসবমুখরতায় উদযাপন করেছে আপামর চট্টগ্রামবাসী। দেশকে শত্রুমুক্ত করে সাড়ে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দেয়ার জন্য প্রাণ দেয়া সকল বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা স্মরণ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শনিবার (১৬ ডিসেম্বর) ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মিরসরাই উপজেলা প্রাঙ্গনে শহীদ মিনারে নগর পুলিশের একটি চৌকস দলের ‘গার্ড অব অনারের’ মধ্য দিয়ে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এর পরপর চট্টগ্রাম উত্তর জেলা রিপোর্টাস ক্লাব নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন। পুষ্পস্তবক অর্পণের পর সংস্থার নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম চাকলাদার ও সাধারণ সম্পাদক অলি উল্লা, সাংগঠনিক সম্পাদক তুষার দাশ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম চাকলাদার, অলি উল্লা নিজামী, সাংবাদিক তুষার দাশ, নুরের ছাপা, কামরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান, রফিকুল ইসলাম, দিদার আলম, মো:বশর, নুরুল আবছার সহ প্রমুখ।