ঠাকুরগাঁওয়ে পল্লী উন্নয়ন রোকেয়া জাতীয় পদক পাওয়ায় রনিতা বালাকে সংবর্ধনা !
মোঃ মজিবর রহমান শেখ,
পল্লী উন্নয়নে রোকেয়া পদক প্রাপ্তিতে ঠাকুরগাঁওয়ে রনিতা বালাকে সংবর্ধনা প্রদান করা হয়। সম্প্রতি গত ১৮ ডিসেম্বর সোমবার সন্ধায় উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে এ সংবর্ধনা প্রদান করা হয়। উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ (এমকেপি)’র আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, মানব কল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটির সভাপতি বিউটি বিশ্বাস, সংস্থাটির পরিচালক রবিউল আজম, ঠাকুরগাঁও জেলা সিএসও সদস্য শাহ মোঃ নাজমুল ইসলাম। এ সময় সংস্থাটির সিএসও সদস্য, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে নারী ও শিশুদের জীবনমান উন্নয়ন সহ বাল্য বিবাহ ও নারী নির্যাতন বন্ধে বিশেষ অবদান রাখা রনিতা বালা তৃণমূল পর্যায় থেকে উঠে আসা একজন নারী, যিনি পল্লী উন্নয়নে রোকেয়া পদক প্রাপ্ত হন।