ভোলায় ১৯০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক
কামরুজ্জামান শাহীন,ভোলা॥
ভোলার ১৯০০ পিচ ইয়াবা সহ মো. ছৈয়দ নুর (৪৭) ও মোহাম্মদ আমজাদ (৪০) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের খেয়াঘাট লঞ্চঘাটের পন্টুনের উপর থেকে তাদের আটক করা হয়।
আকটকৃত মো. ছৈয়দ নুর কক্সবাজার জেলার, থানা কক্সবাজার সদর, সাং-ঈদগাঁও, বাহারছড়া, জোয়াদা বাপের বাড়ি মৃত আব্দুর শুক্কুরের ছেলে ও মোহাম্মদ আমজাদ চট্টগ্রাম জেলার সাং-বার্মা কলোনী, পাঁচলাইশ চট্টগ্রাম সিটি কর্পোরেশন মোহাম্মদ আনিসের ছেলে। পুলিশ জানিয়েছেন তারা আন্ত:জেলা মাদক চোরাকারী দলের সক্রিয় সদস্য।
ভোলা সদর মডেল থানার ইনচার্জ মো. মনির হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডেও খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে পল্টনের উপর থেকে মো. ছৈয়দ নুর ও মোহাম্মদ আমজাদ দুই যুবকে ১৯০০ পিচ ইয়াবাসসহ আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।