গানের কথা: এ এস এম সাদেকুল ইসলাম,
, সুরঃ ও শিল্পী -এনায়েত আনছার আলী
আপন ভাবিয়া যারে-সপিয়া দিলাম সব
তবু না সে আপন–হলো না আমার —
ভালবাসা দিলাম যারে-
ব্যাথা দিলো সেই আমারে
ভালবাসা দিলাম যারে-
ব্যাথা দিলো সেই-আমারে
আজব পৃথিবী হায়!আজব
সংসার||
এ জীবন বিলায়ে দিলাম
এ হৃদয়,মেলিয়ে দিলাম
এ হাত দুটি বাড়ায়ে-ছিলাম
একটু ভালোবাসা, সহানুভূতি পাবো বলে-
তবু আশা- নিরাশায় হাহা কারে
বিজলি চমকানো,ঘন ‘কালো, মেঘে ছেঁয়ে গেছে
আমার মনের আকাশ পাড়ে-
কি যে ঝঞা বায়ু,গর্জে এসে
কি যে ঝঞা বায়ু’গর্জে এসে
সবই করে দিলো, চুরমার।
কি যে আজব পৃথিবী হায়! আজব সংসার ||
ভাবিনি’কো কখনো আমি-
প্রকৃতি যে এতো স্বার্থবাদী!
যে চোখে দেখেছিলাম,সোনালী স্বপ্ন
সে চোখেই ঝরে জল,আজ’ নিরবদি
রুপ দেখে মন-যায় না চেনা
অর্থ দিয়ে কি , তা! হয় গো কেনা,
রুপ দেখে মন- যায় না চেনা
অর্থ দিয়ে কি তা হয় গো কেনা?
জীবন হলো আজ, বিষাদ সিন্ধু
কেউ কি খবর রাখে -কার ||