শুধু জিতলেই হবে না, ব্যাপক ব্যবধানে জিততে হবে টিপু মুনশি।
মাটি মামুন রংপুর।
বানিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন শুধু জিতলেই হবে না। ব্যাপক ভোটের ব্যবধানে জিততে হবে।
গত নির্বাচনে দুই লাখ ভোট পেয়ে নৌকা জিতেছিল। আগামী ৭ তারিখের নির্বাচনের তার চেয়ে বেশি ভোট পেয়ে নৌকাকে বিজয়ী করতে হবে।
৭১ সালে স্বাধীনতা বিরোধীরা আমাদের রুখে দিতে চেয়েছিলো, তারা পারেনি।
আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি।
তাই আমার সহকর্মী বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের
লোকজন নৌকার জন্য কাজ করবেন, বিজয় ছিনিয়ে আনবেন।
২১ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার দুপুরে বানিজ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা রংপুর-৪ (পীরগাছা কাউনিয়া) আসনের পীরগাছা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তার
পরিবারের সদস্যেদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন টিপু মুনশি।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হলরুমে এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ আলী সরকার।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সদস্য মোখলেছুর রহমান পলাশের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক এমপি হোসনেআরা লুৎফা ডালিয়া, রংপুর জেলা
পরিষদের চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার
নুরুল ইসলাম প্রমুখ।
পরে মন্ত্রী উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণসংযোগ করেন।