বগুড়ায় পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির রিইউনিয়ন কনফারেন্স অনুষ্ঠিত
এম এ খালেক খান :
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণের কিংবদন্তীর নায়ক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এ্যালামনাসগণের রিইউনিয়ন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বগুড়ায় বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে গতকালের কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর চিত্তরঞ্জন মিশ্র। অনুষ্ঠানে আলোচনা করেন পুন্ড্র ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ডক্টর সুজন শাহ-ই ফজলুল, সিভিল আইইবি এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোটারিয়ান সৌমিত্র কুমার মুৎসুদ্দি, পিডব্লিউডি সুপারিনডেন্ট ইঞ্জিনিয়ার আবু নাসের চৌধুরী, আরএইচডি সুপারিনডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হামিদুল হক, টিএমএসএসের চীফ ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ডীন প্রফেসর ডক্টর খাজা জাকারিয়া আহমেদ চিশতি,পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান লিটন চন্দ্র দাস ও পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কারিগরি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারগন অতিথি হিসাবে এ্যালামনাস গণের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মত বিনিময় করেন। অনুষ্ঠানে টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও পুন্ড্র ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর হোসনে-আরা বেগম উপস্থিত সবাই কে শুভেচ্ছা ও স্বাগতম জানান। তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠান সবার সহযোগিতা নিয়ে বর্তমান পর্যায় এসেছে। তিনি বলেন টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড সারা দেশ ব্যাপী পরিচালিত হচ্ছে। তিনি আরো বলেন টিএমএসএস লাভের আশায় নহে সেবার মানসিকতা নিয়েই কার্যক্রক পরিচালনা করছে। টিএমএসএসের সাথে জড়িতদের বিভিন্ন সেবা মূলক কাজের সহায়তা প্রদান করার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহবান জানান। তিনি তাঁর বক্তব্যে বলেন বাংলাদেশের অনুন্নত অঞ্চলগুলিতে অবকাঠামো উন্নয়নের ব্যাপারে মানবিক ও অধিকারবাদী মানসিকতায় গুণমানসম্পন্ন অবকাঠামো নির্মাণ এবং প্রকৌশলী সৃষ্টিতে ভূমিকা রাখার জন্য উপস্থিত সকল ইঞ্জিয়ারদের প্রতি আকুতি জানান। অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার পরামর্শ দেন। এ সময় পুন্ড্র ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক মন্ডলী, উপদেষ্টা,পর্ষদ পরিচালক, টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।