লামায় ৮৯ টি গির্জায় বিপরীতে ১৫ লক্ষ ৫৭ হাজার ৫শ নগদ অর্থ বিতরণ
——–
বান্দরবান ব্যুরো:
বান্দরবানের লামায় খ্রীষ্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে নগদ অর্থ বিতরণ হয়েছে।
এ উপলক্ষে শনিবার ( ২৩ডিসেম্বর) সকালে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সহায়তায় উপজেলা ৮৯ টি গির্জায় এই খাদ্য শস্য বিপরীতে ১৫ লক্ষ ৫৭ হাজার ৫শ নগদ অর্থ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি থেকে এই বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।
উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্কী রানী দাশ, উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা (পিআইও) মো. মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ সহ প্রমুখ।
এসময় উপজেলা থেকে খ্রীষ্টান ধর্মাবলম্বী বিভিন্ন গির্জার ধর্মযাজক ও প্রতিনিধি গন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায় শুভ বড়দিন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্থ্রণালয থেকে জেলা প্রশাসনের মাধ্যমে লামা উপজেলার ৮৯টি গীর্জার বিপরীতে খাদ্য শস্য বরাদ্দ প্রদান করে। উপজেলা প্রশাসন বরাদ্দকৃত খাদ্যশস্য বরাদ্দ ৮৯টি গীর্জার বিপরীতে উপ-বরাদ্দ প্রদান করা হয়।
পরে এই বরাদ্দকৃত খাদ্য শস্যগুলোর সমমান টাকা গীর্জার প্রধানদের হাতে তুলে দেয়া হয়।