কুড়িগ্রামে হানিফ পরিবহন থেকে ৬ কেজি গাঁজাসহ আটক-২
আতিকুর রহমান, (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদরে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহি হানিফ পরিবহন থেকে (ঢাকা মেট্রো-ব-১৪-৮৭৫২) গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর থানা পুলিশ মজিদা আদর্শ ডিগ্রী কলেজ গেটের সামনে হানিফ পরিবহন যাত্রীবাহী বাস আটকিয়ে তল্লাশি করে ৬ কেজি গাঁজাসহ ২ যুবককে আটক করে।
আটককৃতরা হলেন নাগেশ্বরী উপজেলার শুকাতি বোডঘর এলাকার কবির উদ্দিনের ছেলে নূরনবী সরকার (৩৫) ও হুড়কাটারি এলাকার বক্তার আলীর ছেলে মুকুল মিয়া (২০)।পরে ঢাকাগামী যাত্রী থাকায় যাত্রীদের সুবিধার জন্য পুলিশ হানিফ পরিবহনের বাসটিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা গামি হানিফ পরিবহনের বাসটি তল্লাশি করে ৬ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এবং আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।