নীলফামারী জেলায় টিএমএসএসের শীত বস্ত্র বিতরণ
এম এ খালেক খান :
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ঠ সমাজ সেবক ও শিক্ষাবিদ, বর্তমান যুগের আলোকবর্তিকা, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের আওতাধীন পরিচালিত নীলফামারী জেলার ডোমার উপজেলার টিএমএসএসের ডোমার শাখা কর্তৃক আয়োজিত এলাকার শীতার্ত অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। টিএমএসএসের ডোমার শাখার কর্ম এলাকার অধীন ২৪ ডিসেম্বর এসকল কম্বল বিতরণ করা হয়। টিএমএসএস কর্তৃক দরিদ্র অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অসহায় মানুষের উদ্দেশ্যে নানা দিক নির্দেশন বক্তব্য দেন ও শীত বস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মদ সালমা পারভীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার থানার সাব ইন্সপেক্টর মোঃ মাহফুজুর রহমান, টিএমএসএসের জোন প্রধান মোঃ শহীদুল ইসলাম ও এএসআই মোহাম্মদ আহসান হাবিব প্রমুখ। টিএমএসএস কর্মকর্তাদের মধ্যে অঞ্চল প্রধান মোঃ আব্দুস সালাম ও অঞ্চল প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন। প্রধান অতিথি বলেন টিএমএসএসের বিভিন্ন সামাজিক কার্যক্রম সত্যিকার অর্থে প্রশংসনীয়। তিনি টিএমএসএস কর্তৃক এলাকার মানুষের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করায় টিএমএসএস কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানান। বিশেষ অতিথি টিএমএসএসের সৈয়দপুর জোনের, জোন প্রধান মোঃ শহীদুল ইসলাম বলেন টিএমএসএস জন্ম লগ্ন হতে অসহায় ও সমাজের হতদরিদ্র মানুষের যেকোনো দুর্যোগকালীন সময়ে তাদের পাশে থেকে বিভিন্ন সহায়তা প্রদান করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় উত্তরবঙ্গের হাড়কাপনো শীতের মাঝে ভারত সংলগ্ন ডোমার উপজেলা এলাকার তিন শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হলো। তিনি বলেন টিএমএসএস লাভের আশায় নহে সেবার মনোভাব নিয়েই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি আরো বলেন টিএমএসএস সাধারণ অসহায় মানুষের পাশে ছিলো, আছে ও ভবিষ্যতে থাকবে। এ সকল অসহায় হতদরিদ্র খেটে খাওয়া মানুষগুলো হার কাঁপানো শীতের মাঝে কম্বল পেয়ে টিএমএসএস কর্তৃপক্ষ ও টিএমএসএস কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করার পাশাপাশি ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন টিএমএসএসের ডোমার শাখার, শাখা প্রধান মোঃ রহমত আলী। অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণির মানুষ, এমজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।