নারী
এ এস এম সাদেকুল ইসলাম।।
কিছু নারী' কালনাগিনী
মুখে তাহার মধুর বাণী
ভালোবেসে কাছে এসে
শেষে দেয় যে যন্ত্রনা,
মিঠা মিঠা কথা বলে
সরল মনটা কেড়ে নিলে
স্বার্থ চুষে অবশেষে
দেয় যে শুধু বেদনা।।
নারীর ধোঁকায় যে জন পরে
দুঃখ যে সয় কুড়েকুড়ে
পায় যে আঘাত হৃদ মহলে
জনম ভরেও ফুরায় না।।
নারী জাতি মায়ের জাতি
থাকতে হবে সতী ব্রতী
নারীর গুণে স্বর্গ বনে
সুখের এই সংসার,
নারীর দোষে নরক হলো
কত বাঁধন ছিন্ন হলো
ভবের এই মাজার।।