বগুড়ায় টিএমএসএস’র দুই দিন ব্যাপী বার্ষিক সাধারণ সভা শুরু হয়েছে
এম এ খালেক খান :
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের দুই দিন ব্যাপী বার্ষিক সাধারণ সভ বগুড়ার টিএমএসএসের আওতাধীন পরিচালিত ফাইভ স্টার হোটেল মম-ইন এর কনভেনশন সেন্টারে শুরু হয়। দুই দিন ব্যাপি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার ২৭ ডিসেম্বর প্রথম দিনে সংস্থার আলোচ্য বিষয় সমূহ উপস্থাপন করেন টিএমএসএস পরিচালনা পর্ষদের সদস্য সচিব,বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব,বর্তমান যুগের আলোকবর্তিকা, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিএমএসএস এর আজীবন সদস্য ও বিসিএল গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক টি.এম আলী হায়দার। টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোছাঃ গুলনাহার পারভীনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ
সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন টিএমএসএস’র সাধারণ পরিষদ সদস্য মিনতি আখতার বানু। টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম আর্থিক প্রতিবেদন ও বাজেট উপস্থাপনা করেন। সভায় সর্ব সম্মতিক্রমে বার্ষিক প্রতিবেদন, কর্মপরিকল্পনাসহ আগামী ২০২৩/২৪ অর্থ বছরের জন্য ১৪ হাজার ৮ শত ৩৪ কোটি টাকার বাজেট অনুমোদিত হয়। সভার শুরুতেই টিএমএসএস এর আজীবন সদস্য,কর্মকর্তা ও কর্মীদের মৃত্যুতে দোয়া, শোক জ্ঞাপন ও এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় আগামী অর্থ বছরের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়। টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের অধীন পরিচালিত স্বাস্থ্য সেবা জাতীয় ও আন্তর্জাতিক মানে উন্নতিকরন, ক্যান্সার সেন্টার এর আধুনিকীকরন, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন,পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে একাধিক পরিকল্পনা, বিসিএল ফ্লাইং একাডেমি, বিসিএল ফ্লাইং ইন্সটিটিউট স্থাপন করে পাইলট প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে পাইলটের প্রকট সমস্যা দূরীকরণ প্রকল্পসহ টিএমএসএস এ কর্মরত জনবল সমূহের দক্ষতা বৃদ্ধি ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বগুড়ার সমাজ সেবা কর্মকর্তা।
প্রথম দিনের সভায় টিএমএসএস’র উপদেষ্টা, পর্ষদ পরিচালক,জীবন সদস্য, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশের সকল সেক্টর প্রধান, সকল ডোমেইন প্রধান, সাধারন সদস্য, বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মী, আমন্ত্রিত অতিথিবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, টিএমএসএস এর আওতাধীন পরিচালিত বিসিএল গ্রুপ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুন্ড্র বিশ্ববিদ্যালয়, টিএমএসএস পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান এর পরিচালনায় হেম সেক্টরের আওতাধীন পরিচালিত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উপর একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ সময় বক্তব্য দেন টিএমএসএসের পরিচালক আইটি ও জিজি মোঃ মাহাবুবর রহমান এবং পরিচালক অপারেশন এন্ড ডেভেলপমেন্ট মোঃ রেজাউল করিম প্রমুখ।