সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুরে তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মানববন্ধন গাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় “শিহান” হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার নুরুল হিকমাহ মাদরাসায় বিশিষ্টজনদের সুধী সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াত সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন সোস এর উদ্যােগে বর্ণাঢ্য  র‍্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-২ আসনে ৩ ভাই-বোনের লড়াই, নির্বাচনী মাঠে !

প্রতিবেদক এর নাম / ১২৬ বার পড়া হয়েছে
বর্তমান সময় সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন

ঠাকুরগাঁও-২ আসনে ৩ ভাই-বোনের লড়াই, নির্বাচনী মাঠে !

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও-২ আসনে সাত বারের এমপি দবিরুল ইসলামের আসনে লড়ছেন তার বড় ছেলে, ভাতিজা ও ভাগিনী। ৩ ভাই-বোনের প্রতিদ্বন্দিতায় হয়ে উঠেছে নির্বাচনী মাঠে । নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। অপরদিকে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার হিসাব কষছেন ভোটাররা। ঠাকুরগাঁও জেলার বালীয়াডাঙ্গী, হরিপুর উপজেলা ও রাণীশংকৈল উপজেলার ২টি ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় আসন-৪ ও ঠাকুরগাঁও আসন-২। এ আসনে ৭বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন দবিরুল ইসলাম। ১বার সিপিডি ও ছয় বার আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন তিনি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উত্তরের ভোটের যাদুকর খ্যাত দবিরুল ইসলামের পরিবর্তে নৌকার টিকেট দেওয়া হয়েছে তার বড় ছেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলামকে। পূর্বের সংসদ নির্বাচনে প্রতিপক্ষ হিসেবে আলাদা দলের প্রতিদ্বদ্বী থাকলেও এবারে ঘটেছে ভিন্ন ঘটনা। আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন দবিরুল ইসলামের মেজো ভাই আলহাজ্ব মোহাম্মদ আলী এর মেজো ছেলে ও সদ্য পদত্যাগ করা বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান যুবলীগ নেতা আলী আসলাম জুয়েল ও এমপি এর ছোট বোনের মেয়ে নুরুন নাহার বেগম। আলী আসলাম জুয়েল ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ও নুরুন নাহার বেগম জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এছাড়াও এ আসনে বাংলাদেশ কংগ্রেস পার্টির ডাব প্রতীকে রিম্পা আক্তার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোফা সেট মার্কায় আব্দুল কাদের প্রচার-প্রচারণা চালাচ্ছেন। ঠাকুরগাঁওয়ের ৩টি সংসদীয় আসনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তার মধ্যে দলীয় প্রতীকে ১০ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩ জন প্রার্থী লড়ছেন। আসন্ন নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে ১০৪টি ভোট কেন্দ্রে ৩ লাখ ১৮ হাজার ৬২০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৪৩৭ জন ভোটার ও পুরুষ ভোটার ১ লাখ ৬৪ হাজার ১৮৩ জন ভোটার। ইতিপূর্বে যারা জনগনের দ্বারে এসে সেবা পৌঁছে দিয়েছেন ও সুখে-দুঃখে কাছে পেয়েছেন এমন প্রার্থীকে ভোট দেওয়ার হিসেব কষছেন ভোটাররা।

শরিফুল ইসলাম নামে এক রিক্সাচালক বলেন, এর আগে যাদের বিপদে কাছে পেয়েছি তাকেই ভোট দেব।

ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল বলেন, নৌকার নেতা-কর্মীরা নানা ভাবে আমাদের বাধা প্রয়োগ করছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়যুক্ত হব। জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী নুরুন নাহার বেগম বলেন, মানুষ পরিবর্তন চায়। ভোট দিতে আসতে পারলে জয়ী হব।

এ আসনে নৌকার মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, এলাকায় যা উন্নয়ন হয়েছে সব দবিরুল ইসলাম এমপির হাত ধরে হয়েছে। সে কারনে আগামী নির্বাচনেও নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবেন ভোটাররা। ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সংসদ সদস্য দবিরুল ইসলাম বলেন, ৩৫ বছরের অধিক সময় ধরে এ এলাকার মানুষের সেবা দিয়ে আসছি। বাধ্যকজনিত কারনে আমার পরিবর্তে এবারে আমার ছেলেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমার বাকী কাজ গুলো সমাপ্ত করতে নৌকা প্রতীককে পূর্বের ন্যায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এলাকাবাসী। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে আঁচল পেতে বসছেন প্রার্থীরা। অপরদিকে যোগ্য প্রার্থীর হিসাব কষছেন ভোটাররা। উত্তরের ভোটের যাদুকর খ্যাত দবিরুলের আসনে কে হবেন এমপি। ছেলে, ভাতিজা না ভাগিনী সেটাই এবার দেখার পালা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর