স্বাধীনতা
বায়েজিদ বোস্তামি
স্বাধীনতা তুমি,
লাখো শহীদের রক্তে লেখা নাম।
স্বাধীনতা তুমি,
বীর বাঙালির তেজ দীপ্ত টান।
স্বাধীনতা তুমি,
হাজারো মায়ের নিষ্ফল ক্রন্দন।
স্বাধীনতা তুমি,
মাথা নত না করার নাম।
স্বাধীনতা তুমি,
বঙ্গবন্ধুর কণ্ঠে জ্বালাময়ী ভাষণ।
স্বাধীনতা তুমি
নিশিত দিনে আলোর পুনরুত্থান।
স্বাধীনতা তুমি,
দুঃসাহসিক মহান মানবের নাম।
স্বাধীনতা তুমি
বন্দুকের নলে বিলিয়ে দাও প্রাণ।
স্বাধীনতা তুমি
দোসরনিপাতে অবিষ্ট বলয়।
স্বাধীনতা তুমি,
নব দিগন্ত উন্মোচনার বাণী।
স্বাধীনতা তুমি,
ছিনিয়ে আনা গৌরবের নাম।