বাংলা আমার আশা -ভাষা
।। এ এস এম সাদেকুল ইসলাম
বাংলাদেশ আমার প্রিয় জন্মভূমি
বাংলা আমার মায়ের ভাষা,
সকল ভাষার চেয়েও আমার
বাংলা ভাষাই খাঁসা।
বাংলা আমার সবুজে, সৌন্দর্যে
সুফলা 'অতুল বিশ্বভূবন,
বাংলা আমার প্রাণের ছবি
বাংলা আমার সুখের রবি
মনে গাঁথা আজীবন।
লড়তে পারি বাংলা নিয়ে
মরতে পারি বাংলা নিয়ে
বাংলা' হলো হৃদয় স্পন্দন,
দেশ ও ভাষা রক্ষা করবো
দিয়ে এই জীবন।
বাংলা নিয়ে গর্ব আমার
বাংলা'ই অহংকার,
বাংলা আমার আশা- ভাষা
বাংলা যে ঝংকার।।