ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপি'র নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ ।
মোঃ মজিবর রহমান শেখ,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা নির্বাচন আখ্যা দিয়ে ভোট বর্জন ও ভোটারদের ভোটদানে বিরত রাখতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি নেতাকর্মীরা প্রতিদিনই বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে আসছেন। প্রশাসনের কঠোর নজরদারী আর গ্রেফতার এড়াতে অনেকটা ঝটিকা স্টাইলে লিফলেট বিতরণ কার্যক্রম চালাচ্ছেন দলের নেতাকর্মীরা। ৩১ ডিসেম্বর রবিবার বিকাল ৪টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যেগে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে দুওসুও ইউনিয়নের কালমেঘ হাট, বারঢালী বাজার এলাকা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করে নেতাকর্মীরা। বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়েদ আলম ও সাধারণ সম্পাদক ডক্টর টিএম মাহাবুবর রহমানের নেতৃত্বাধিন দুওসুও ইউনিয়ন-বিএনপির নেতৃবৃন্দের চলা লিফলেট বিতরণ কর্মসূচিতে বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।