নতুন বছরের শপথ
হানিফ রাজা
পুরাতনকে বিদায় দিয়ে
নতুন বছর আসে,
নতুন শাড়ি পরে ধরা
রঙের ভেলায় ভাসে।
যাচ্ছে চলে পুরান বছর
শত স্মৃতি রেখে,
নতুন বছর আসে দ্বারে
ফুলের সুবাস মেখে।
জরা গ্লানি মুছে সবাই
হাটবো নতুন পথে,
আশা নিয়ে স্বপ্ন দেখবো
মহাকালের রথে।
কালের চক্রে আসবে বছর
এটাই নিয়ম নীতি,
সম্প্রীতি আর ভালোবাসায়
বাঁধবো প্রেমের প্রীতি।
নববর্ষের প্রথমদিনে
এসো শপথ করি,
হানাহানি হিংসা ভুলে
নতুন জীবন গড়ি।