ভোলায় আগুনে ৫ দোকান পুড়ে ছাই, ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
কামরুজ্জামান শাহীন,ভোলা:
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে আগুন লেগে ৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে ব্যবসায়ীদের প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানহাট বাজারের উত্তর মাথায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে প্রথমে একটি মোটরসাইকেল গ্যারেজ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিস কর্মিরা এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে প্রায় ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। এতে শাহিন মিকারের মোটরসাইকেল গ্যারেজ, হেলাল উদ্দিনের বিসমিল্লাহ কসমেটিক, মাকসুদের থাই গ্লাস, ফার্ণিসার ও জালের দোকানসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ততক্ষণে ৪টি দোকান পুড়ে গেছে। এছাড়াও বেশকিছু দোকানের মালামাল পুড়ে গেছে। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।