পাবনার দুলাই শাখায় টিএমএসএস কর্তৃক পিয়াজ বীজ বিতরণ
এম এ খালেক খান :
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক, বর্তমান যুগের আলোকবর্তিকা, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের অপারেশন-১১ নাটোর ডোমেইনের আওতাধীন পরিচালিত পাবনা জোন নিয়ন্ত্রিত সুজানগর এরিয়ার দুলাই শাখার কর্ম এলাকার প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের পিয়াজের বীজ বিতরণ করা হয়েছে। টিএমএসএসের পাবনা জোন কর্তৃক আয়োজিত ৩ জানুয়ারি দুলাই শাখা অফিস কার্যালয়ে এলাকার প্রান্তিক কৃষকদের মাঝে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়। টিএমএসএসের পাবনা জোন প্রধান মোঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে পিয়াজ বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সুবিধাভোগী কৃষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও পিয়াজ বীজ বিতরণ করেন টিএমএসএসের অপারেশন-১১ নাটোর ডোমেইনের, ডোমেইন প্রধান সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও টিএমএসএসের ইন্টারন্যাল ইন্টেলিজেন্ট প্রতিনিধি মোঃ আঃ খালেক খান পিভিএমএস,মেটাল সিডের সিনিয়র টেরিটোরি অফিসার মোঃ আসাদুজ্জামান ও সুজানগর অঞ্চল প্রধান মোঃ জালাল উদ্দীন প্রমুখ। প্রধান অতিথি বলেন টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড সারা দেশ ব্যাপী পরিচালিত হচ্ছে। তিনি আরো বলেন টিএমএসএসের মানবিক কার্যক্রমগুলো সত্যিকার অর্থে প্রশংসনীয়। প্রধান অতিথি বলেন টিএমএসএসের সামাজিক কার্যক্রমের মধ্যে আজকের এমন কার্যক্রম এ অঞ্চলের কৃষক সমাজের মধ্যে ব্যাপক সারা জাগিয়েছে। তিনি এ এলাকায় টিএমএসএসের এমন সামাজিক কার্যক্রমে আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি উপকারভোগী প্রান্তিক কৃষকদের যথাসময়ে ও সঠিক নিয়মে পিয়াজ রোপন করে সঠিক নিয়মে কীটনাশক ব্যবহারের প্রতি পরামর্শ দেন। অনুষ্ঠানে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও টিএমএসএসের ইন্টারন্যাল ইনফরমেশন প্রতিনিধি মোঃ আঃ খালেক খান পিভিএমএস উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মনোভাব নিয়েই বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি আরো বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি উপস্থিত সকলকে এ প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। অনুষ্ঠানের সভাপতি ও টিএমএসএসের জোন প্রধান মোঃ সাইদুর রহমান বলেন টিএমএসএসের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ডগুলো দেশের অনেক মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি টিএমএসএসের সকল কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। অনুষ্ঠানে এলাকার ৩ শত জন প্রান্তিক কৃষকদের মাঝে পিয়াজ বীজ বিতরণ করা হয়। এ সময় দুলাই শাখা প্রধান মোঃ গোলাম মোস্তফা, সিনিয়র শিক্ষক মোঃ আলমগীর হোসেন, শাখার অন্য কর্মকর্তা, সুবিধা ভোগী সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও কর্মী, জনপ্রতিনিধি, সমাজ কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার প্রবীণ কৃষকগন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।