ময়মনসিংহে সদর- ৪ আসনের উন্নয়নের সার্থে ট্রাক প্রতীককে ভোট দেওয়ার আহবান করেন – স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীম
নজরুল ইসলাম জুয়েলঃ
ময়মনসিংহ সদর- ৪ আসনে জনগণ মনোনীত স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ নগরীর ভাটিকাশর আলিয়া মাদ্রাসা, পাদ্রী মিশন রোড, বলাশপুরসহ
বিভিন্ন এলাকায় সাধারণ ভোটাদেরকে ট্রাক প্রতীকে ভোট দেওয়ার জন্য আহবান জানিয়ে জনসংযোগ ও পথসভা করছেন ময়মনসিংহ-৪ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি,দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব আমিনুল হক শামীম সিআইপি।
এ সময় সঙ্গে ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শওকত জাহান মুকুল, ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ রেজাউল করিম রেজা, যুবলীগ নেতা মোতালেব, ছাত্রলীগ নেতা সুজনসহ সহযোগী সংগঠনের অনন্য নেতৃবৃন্দরাসহ বিপুলসংখ্যক সাধারণ ভোটরা।
এ সময় স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীম বলেন, ময়মনসিংহ সদরে উন্নয়নে সার্থে ট্রাক প্রতীকে ভোট দেওয়ার জন্য আহবান জানান। আরও জানান ময়মনসিংহ সদরে মানুষের নতুন কর্মস্থান করা জন্য আমাকে একবার সুযোগ দেন। আমার ময়মনসিংহ সদরে মানুষের কর্মস্থানের করা অনেক পরিকল্পনা আছে। নারীদের বিভিন্ন প্রশিক্ষনে মাধ্যামে তাদের কর্মস্থান ব্যবস্থা করা। ময়মনসিংহে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তৈরি করাসহ নানামুখী কাজ করা পরিকল্পনা আছে। এখন গুলো বাস্তবায়ন করা জন্য আগামী ৭ জানুয়ারি ট্রাক প্রতীককে ভোট দিয়ে জয়ী করার জন্য আহবান জানান।