টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ শিক্ষকদের সাথে ডক্টর হোসনে আরা বেগম এর মতবিনিময়
এম এ খালেক খান :
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, শিক্ষা সম্প্রসারণের কিংবদন্তির নায়ক, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, বর্তমান যুগের আলোক বর্তিকা অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ শিক্ষকদের সাথে ৪ জানুয়ারি আলোচনা ও মতবিনিময় করেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। বগুড়ার টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষকদের সাথে কলেজের সভা কক্ষে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ জামসেদ আলী এর সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ মোছাঃ গুলশানা পারভীন ও টিএমএসএসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আয়শা প্রমুখ। টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম শিক্ষকদের উদ্দেশ্য নানা দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি সকল শিক্ষকমন্ডলীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের প্রতি আহবান জানান। তিনি টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষকদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজেরা শিক্ষা গ্রহণ করে তা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বিস্তারনের পরামর্শ দেন। অনুষ্ঠানে টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, টিএমএসএসের উপদেষ্টা, পরামর্শক, নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, নানা শ্রেণির মানুষ, এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।