ভোলার চরফ্যাশনে গাছ চাপায় শ্রমিক নিহত
ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে গাছের নিচে চাপা পড়ে মো. মন্নান (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (৫ জানুয়ারী) দুপুর ১টায় উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আঃ রহমান আলী মাঝি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মো. মন্নান একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কাঞ্চন বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা য়ায়, আজ শুক্রবার দুপুরে নিজ বাড়িতে একটি রেইনট্রি গাছ কাটতে মন্নান সহ আরো দুই শ্রমিক রেইনট্রি গাছটি কাটতে ছিলো। এসময় গাছের আশপাশে আরো অন্যান্য গাছ থাকায় তারা গাছটি পুরোপুরি না কেটে গাছের মাথায় দড়ি বেধে গাছটি ফাঁকা জায়গায় ফেলতে চেয়েছিলো। কিন্তু দূর্ভাগ্য বসত গাছটি মন্নানের মাথায় পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।