সন্ত্রাস,চাঁদাবাজ,দুর্নীতি মুক্ত মুক্তাগাছা গড়তে ট্রাকে ভোট দিন- স্বতন্ত্র প্রার্থী নজরুল
মোঃ শাহীন আলম
ময়মনসিংহ -৫ (মুক্তাগাছা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কৃষিবিদ নজরুল ইসলামের পক্ষে ভোট চাইলেন নৌকা পত্যাহার করা আবদুল হাই আকন্দ।মুক্তাগাছার ১০ নং খেরুয়াজানি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভিটিবাড়ী আলীম সিনিয়র মাদ্রাসা মাঠে এক বিশাল জনসভার আয়োজন করে, স্থানীয় নেতাকর্মীরা।উক্ত জনসভায় সভাপতি হিসেবে উপস্তিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী কৃষিবিদ নজরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন মশিউর রহমান, দেবাশীষ ঘোষ বাপ্পি, জহিরুল হক, জনসভা পরিচালনা করেন নুরুল নাসিম।আয়োজক কমিটি হিসেবে ছিলেন, চান মিয়া,সাগর,বজলুর রশিদ ও আরো অনেকেই।
স্বতন্ত্র প্রার্থী কৃষিবিদ নজরুল ইসলাম বক্তব্যে বলেন সন্ত্রাস,চাঁদাবাজ,দুর্নীতি মুক্ত মুক্তাগাছা গড়তে ট্রাকে ভোট দিন।মুক্তাগাছার মানুষ কৃষি নির্ভর তাই মুক্তাগাছার কৃষি কাজকে আধুনিকায়নে এগিয়ে নিয়ে যাবো।প্রধান অতিথির বক্তব্যে আবদুল হাই আকন্দ বলেন মুক্তাগাছার উন্নয়নের জন্য ট্রাকে ভোট দিন।মুক্তাগাছা থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী মুক্ত করতে ট্রাকে ভোট দিন।বিশেষ অতিথি দেবাশীষ ঘোষ বাপ্পি বলেন কেন্দ্রে কোন সন্ত্রাস আক্রমণ করলে আপনারা সাথে সাথে প্রতিহত করবেন।আরো স্থানীয় নেতাকর্মী বক্তব্য রাখেন।