গণভোট
এ এস এম সাদেকুল ইসলাম।
ভোট এলো ভোট এলো
জোয়ার বয়ে দোয়ার খোলে
জনগণের বাড়লো দাম,
ভোট শেষে নাই পাশে
ভুলে রবে অবশেষ-
বিদায় হবে লম্বা স্বরে
সালাম আর প্রনাম।
হাত তুলে করবে না আর
আদর বোলি হৃদয় খুলি
সম্বোধনের ইশারা,
ভোটের আগে মহামূল্য
ভোট শেষে হয় তাচ্ছিল্য
নির্বাক জনতা হয় যে দিশেহারা।
তাই যোগ্য ভেবে ভোট দিও
দেওয়ার আগে ভেবে নিও
ভোট দেওয়া অধিকার,
জনগণের সেবক যিনি
আদর্শবান প্রার্থী তিনি
দেশপ্রেমী প্রতিনিধি জনগণের দরকার।