ভোটকেন্দ্রের পাশের বিদ্যালয়ে অগ্নিকাণ্ড
স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহের মুক্তাগাছায় ভোটকেন্দ্রের পাশের একটি বিদ্যালয়ে
আগুন লাগার ঘটনা ঘটেছে।
উপজেলার মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, শনিবার রাত ৭টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাত ৭টার দিকে বিদ্যালয়ের চারটি রুমে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে মুক্তাগাছা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট
সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের নেতৃত্বে ছিলেন মুক্তাগাছা ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর সুশান্ত কুমার দে মন্ডল।
আগুন নিয়ন্ত্রণে পুলিশ ও আনসারের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে,বিদ্যালয়টি অনেক পুরাতন মনে হচ্ছে বৈদ্যতিক শক-সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
আগুন লাগা প্রসঙ্গে মুক্তাগাছা ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর সুশান্ত কুমার দে মন্ডল জানান, বিদ্যালয়টিতে হঠাৎ আগুন লাগে,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ইউনিট, আগুন লাগার বিষয়ে চূড়ান্তভাবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন,তা এখনই বলা সম্ভব হচ্ছে না।
তবে তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলে জানান
ফায়ার সার্ভিসের কর্মকর্তা।