ঢাকা-১৮ আসনে জিতলেন স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরী
মোঃ খাইরুজ্জামান সজিব
সিনিয়র স্টাফ রিপোর্টার
কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে বিজয়ী হয়েছেন কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. খসরু চৌধুরী। মোট ২১৭টি কেন্দ্রের ফলাফলের মধ্যে কেটলি প্রতীকে মো. খসরু চৌধুরী পেয়েছেন ৬৯ হাজার ৮৩১ ভোট। ঢাকার এই আসনটিতে নৌকা প্রতীকের কোনো প্রার্থী দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আওয়ামী লীগ নেতা ও আশকোনা এলাকার ব্যবসায়ী আলহাজ মন্তাজ উদ্দিন জানান, খসরুর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে এস এম তোফাজ্জল হোসেন পেয়েছেন ৩৭ হাজার ৭৫৯ ভোট। আওয়ামী লীগ সমর্থিক লাঙ্গল প্রতীকের শেরীফা কাদের পেয়েছেন ৬ হাজার ৫৫৫ ভোট। খসরু চৌধুরী ঢাকা মহান উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক।
এই আসনে ট্রাক প্রতীক নিয়ে লড়েছেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এস এম তোফাজ্জল হোসেন ।
বিমান বন্দর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান চ্যানেল ওয়ান বিডি ডট কম কে বলেন, আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা খসরু পক্ষে কাজ করেছি। যার ফল এসেছে তার বিজয়ের মাধ্যমে। আমাদের পরিশ্রম সফল হয়েছে। এলাকায় উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি।