দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন'২৪
মুক্তাগাছায় শেষ হাসি কৃষিবিদ নজরুলের ।
বাবুল হোসেন মুক্তাগাছা
ময়মনসিংহ প্রতিনিধি
সারাদেশের সাথে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে আজ সকাল ০৮টা থেকে বিকাল ০৪টা পর্যন্ত কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ০১টি পৌরসভাসহ ১০টি ইউপি'র মোট ১০৪টি কেন্দ্রে ০১ লক্ষ ৮২ হাজার ১ শত ৮১ জন পুরুষ , ০১ লক্ষ ৮১ হাজার ৯ শত ৭৭ জন মহিলা ও ০২ হিজড়াসহ সর্বমোট ০৩ লক্ষ ৬৪ হাজার ১ শত ৬০ টি ভোটের বিপরীতে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি কেন্দ্রে ০১ জন প্রিজাইডিং অফিসারসহ একাধিক সহঃ প্রিজাইডিং ও পুলিং অফিসার নিয়োগ দেয়া হয়। এছাড়াও প্রতিটি বুথে প্রার্থীদের পছন্দমতো পুলিং এজেন্ট নিয়োজিত থাকে। ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রয়োগ ও সার্বিক আইন- শৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে ০১ প্লাটুন সেনাবাহিনীসহ বিজিবি,র্যাব টহলরত অবস্থায় থাকেন, যাদের সাথে স্থানীয় পুলিশ, এপিবিএন, আনসার ও ভিডিপি'র বিপুল সংখ্যক সদস্য সমন্বয় সাধন করেন। উল্লেখ্য যে , প্রতিটি কেন্দ্রে পুলিশের উপ-পরিদর্শক পদের একজন সদস্যসহ বিপুল সংখ্যক আনসার বিডিপি সদস্য মোতায়েন থাকে।
০৩ লক্ষ ৬৪ হাজার ১ শত ৬০ ভোটের বিপরীতে ট্রাক (স্বতন্ত্র), ঈগল (স্বতন্ত্র) , লাঙ্গল , গামছা , গোলাপফুল, হাতুড়ি ও আম প্রতীকে যথাক্রমে কৃষিবিদ নজরুল ইসলাম, বদর উদ্দিন আহমেদ, সালাহউদ্দিন আহমেদ মুক্তি, মোহাম্মদ শাহীনুর আলম, আজহারুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম (রবি), মোঃ সামান মিয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রাপ্ত ভোট অনুযায়ী আজহারুল ইসলাম (জাকের পার্টি) ৯৫০ ভোট, বদর উদ্দিন আহমেদ (স্বতন্ত্র) ৩ হাজার ৪৯৬ ভোট, মোহাম্মদ শাহীনুর আলম (কৃষক শ্রমিক জনতা লীগ) ৭৯৪ ভোট, মোঃ নজরুল ইসলাম (স্বতন্ত্র) ৫২ হাজার ৭৮৫ ভোট, মোঃ রফিকুল ইসলাম রবি (ওয়ার্কার্স পার্টি) ২৫২ ভোট, মোঃ সামান মিয়া (এন.পি.পি) ৪৫৬ ভোট ও সালাহউদ্দিন আহমেদ (মুক্তি) (জাপা) ৩৪ হাজার ১৬৮ ভোট পান। স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৈধ ভোটের সংখ্যা ৯২ হাজার ৯০১, বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৫২৯ ও সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৯৪ হাজার ৪৩০। পুরো নির্বাচনী এলাকার মোট ১০৪টি ভোটকেন্দ্রের কোন ভোট কেন্দ্র বন্ধ ঘোষণা হয় নি। বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর প্রতিটি ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার স্বাক্ষরিত ফলাফল স্থানীয় উপজেলা কন্ট্রোল রুম থেকে ফলাফল প্রকাশ করেন সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান। সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আড়ম্বরপূর্ণ উক্ত আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুল ইসলাম ফকির, সহকারী কমিশনার (ভূমি) রোমানা রিয়াজ, নির্বাচন অফিসার সৈয়দা শারমিন সুলতানা, অফিসার ইনচার্জ ফারুক আহম্মদ, ওসি (তদন্ত) মোঃ চাঁদ মিয়াসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। ফলাফল শেষে মোঃ নজরুল ইসলাম (ট্রাক) প্রতিককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়,প্রাপ্ত ভোট ৫২ হাজার ৭৮৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাহউদ্দিন আহমেদ (মুক্তি) (জাপা), প্রাপ্ত ভোট ৩৪ হাজার ১৬৮।
অবাধ , সুষ্ঠু , নিরপেক্ষ , অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন সুশাসন , জবাবদিহিতা , আর্থ সামাজিক উন্নয়ন ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার
পূর্বশর্ত বলে সাধারণ ভোটার ও অভিজ্ঞ মহলের প্রত্যাশা ।