“চলে যেতে চাও
———যদি দুঃখ নেই”
—লেখকঃ মোঃ কাউসার মিয়া দিপু
———সময়ঃ ১০/০১/২০২৪ ইং ।
চলে যেতে চাও যদি দুঃখ নেই,
দুঃখ পাবো ততটাই কাঁদো যদি লুকিয়ে—
সব প্রশ্নের উত্তর যদি একটাই হয়,
তাদে কোন প্রশ্নের উত্তর নেই…
ভাব যদি তুমি সবটার, প্রয়োজন তাই।।
মিথ্যে বাদি তুমি ছলনাময়ী তুমি,
তুমি যে একটা প্রতারক—
তোমার মাঝে সব থাকে তুমি নিষ্ঠার নরক,
যত চেয়েছি তোমাকে বুকে রাখতে!
তুমি ততটাই চেয়েছো অন্যের গ্রাহক…
আমি হেসে হেসে মরব তবু ছেড়ে দিব না, তুমি ঘাতক।।
জীবনে শুরু থেকে করেছো ছলনা,
যার তোন নাম দেয়া যায় না—
লোভের ট্যানে তুমি গড়েছো যে প্রাসাদ,
যে প্রাসাদে আমার ঘুম আসে না….
এবার হবে তুমি সব থেকে একা, তবু ক্ষমা পাবে না।।
যে হৃদ্বয়ে তুমি জ্বেলেছিলে প্রদ্বীব,
সে হৃদ্বয়ে কখনো আবেগ জাগবে না—
যতই দেখাও আবেগ তুমি”
সে আবেগে আমার মন ভরে না…
জানি সূযোগে সন্ধানে অপরাধী, করবে অবসান হবেনা ।।
ভাল বাসার নামে করেছো ছলনা তুমি,
যে ছলনার কোন দিক থাকে না—
তবে কি আশায় করেছো তুমি এত ব্যবধান!
তোমার সব জুড়ি হয়েছে প্রকাশ…
হবে তুমি এবার জনমের মতন, ইতিহাস।।