জয়পুরহাট জেলায় টিএমএসএস কর্তৃক শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিনিধ
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ, বর্তমান যুগের আলোকবর্তিকা অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস কর্তৃক জয়পুরহাট জেলার সদর উপজেলার খঞ্জনপুর ও কালাই উপজেলার মোলামগাড়ীতে পৃথক পৃথক ভাবে দরিদ্র অসহায় ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
জয়পুরহাট সদর উপজেলার টিএমএসএসের খঞ্জনপুর শাখা অফিস কার্যালয়ে বুধবার কম্বল বিতরণ কাষক্রম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ও কম্বল বিতরণ করেন পৌর কাউন্সিলর সাহেদুল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাব ইন্সপেক্টর এরশাদ আলী। অনুষ্ঠানে টিএমএসএসের অপারেশন-১ বগুড়া ডোমেইনের,ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক মোঃ রেজাউল করিম স্বাগত বক্তব্য দেন। তিনি উপস্থিত সকলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। তিনি বলেন টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড সারা দেশ ব্যাপী পরিচালিত হচ্ছে। তিনি আরো বলেন টিএমএসএস লাভের আশায় নহে সেবার মানসিকতা নিয়েই কার্যক্রম পরিচালনা করছে। আজকের এ অঞ্চলের মানুষের জন্য শীত বস্ত্র কম্বল বিতরণ কার্যক্রমটির জন্য এ অঞ্চলে ব্যাপক সারা জাগিয়েছে। তিনি বলেন টিএমএসএসের বিভিন্ন সামাজিক কার্যক্রম আরো বেশি বেশি করে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে কালাই উপজেলার মোলামগাড়ী টিএমএসএস শাখা অফিস কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও কম্বল বিতরণ করেন কালাই থানার অফিসার ইনচার্জ ওয়াসিম আল বারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, টিএমএসএসের বগুড়া-১ ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক রেজাউল করিম, মোলামগাড়ী হাট রুপালী ব্যাংক ম্যানেজার রহুল আমিন ও ইউপি সদস্য সাজ্জাদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে টিএমএসএস জোনাল ম্যানেজার এ্যাডমিন জাহাঙ্গীর আলম, জোন প্রধান আল মামুন সরকার, সাংবাদিক রায়হান আহম্মেদ রানা, এরিয়া ম্যানেজার মাহবুবর রহমান,শাখা ম্যানেজার আনারুল ইসলাম ও আব্দুল ওয়াব প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার বহুগন্যমানয় ব্যক্তি, সুবিধা ভোগী সদস্য, সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।