ভোলার মনপুরার বিএনপির দোয়া-মুনাজাত অনুষ্ঠিত
ভোলা প্রতিনিধি:
ভোলার মনপুরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি চরফ্যাশন-মনপুরার মা, মাটি ও মানুষের নেতা মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের মাতা উম্মে কুলসুম ও ভোলা জেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিমের মাতা জয়তুন নাহারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারী) বাদ জুম্মা উপজেলার হাজীরহাট উত্তর বাজার জামে মসজিদে এ দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া-মুনাজাতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সামসুদ্দিন আহম্মেদ মোল্লা, সিনিয়র যুগ্ন আহবায়ক মো. কামাল উদ্দিন, সদস্য সচিব মো. আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান, সিনিয়র যুগ্ন আহবায়ক মো. নুরুদ্দিন তুহিন, সদস্য সচিব সচিব মো. হোসেন হাওলাদার, ছাত্রদলের আহ্বায়ক মো. ইকরাম কবির, সদস্য সচিব মো. সাইদুল ইসলাম শাহীন সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।